বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার লজ্জাজনক: জয়াসুরিয়া

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৯৮ বার

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।

তামিম বাহিনীর বিপক্ষে নিজে দেশের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপ জয়ী এ তারকা অলরাউন্ডার।

এ নিয়ে টুইট বার্তায় শ্রীলংকার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

বুধবার সিরিজ হারের পর কুশল পেরেরাদের উদ্দেশে জয়সুরিয়া লিখেছেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা এক সময়ের এই মারকুটে ওপেনারের।

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নাস্তানাবুদ হয়েছে শ্রীলংকা। প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতে শীর্ষে উঠে গেছে টাইগাররা।

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ