স্পোর্টস ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই আর্থিক মন্দা দেখা দিয়েছে। করোনার এ কঠিন সময়ে সবচেয়ে কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ।
করোনাকালীন খেলাধুলা না থাকায় রুটি-রুজি বন্ধ হয়ে আছে খেলোয়াড়দের। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে খেলা ছেড়ে দিনমজুরের মতো কাজ করতে বাধ্য হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা।
লকডাউনের এমন কঠিন সময়ে রুটি-রুজির টানে ২০ বছর বয়সী সঙ্গীতা কুমারি ইটভাটায় দিনমজুরের কাজ করছেন।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বিষয়টি নজরে আনেন ঝাড়খণ্ড সরকারের। তিনি অবিলম্বে সঙ্গীতাকে সাহায্য করার জন্য ঝাড়খণ্ড সরকারের কাছে অনুরোধ করেন।
সঙ্গীতা বলেন, গত বছর লকডাউন অন্যরকম ছিল। পরিস্থিতি খুব খারাপ ছিল। কড়া লকডাউন থাকায় কেউ দিনমজুরের কাজও করতে পারেনি। সবারই টাকা দরকার ছিল, অথচ কারও হাতে কাজ ছিল না। এবার কড়া লকডাউন নয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে ১৫০-২০০ টাকা পাই।