স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ ক্রিকেটের ভালো বন্ধু। এমনটিই বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
হয়তো খালেদ মাহমুদ সুজনের মন্তব্যের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করবেন। করতেই পারেন! তার কারণ ২০১৫ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের বাউন্ডারিতে যে ক্যাচটি উঠেছিল সেটি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক তর্ক-বিতর্ক আছে। খালি চোখেই স্পষ্ট ছিল- সেটি ছক্কা।
কিন্তু সেই ছক্কার পরিবর্তে মাহমুদউল্লাহকে আউট দেয়ায় বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করে। ভারতের বিপক্ষে খেলতে গিয়ে আমাদের এমন অনেক বাজে অভিজ্ঞতার সম্মুক্ষীণ হতে হয়েছে। তাই তো এ দেশের ক্রিকেটপ্রেমীরা ভারতকে বন্ধু নয়, শত্রু হিসেবেই মনে করেন।
তবে স্রোতের বিপরীতে গিয়ে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন। সম্প্রতি একটি ভিডিও আড্ডায় অংশ নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ভালো বন্ধু হলো ভারত। তার যুক্তি- ‘টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পর ভারতই প্রথম বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে। এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সময়কার সভাপতি জগমোহন ডালমিয়ার অনেক অবদান ছিল। ওনার কারণে হলেও আমি ভারতকে এগিয়ে রাখব।’