দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ঢাকা সফরে এসে কোয়ারেন্টিনে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। আগামী ২৩ মে থেকে মিরপুরে তিন ম্যাচের দিবারাত্রির ওয়ানডে সিরিজে অংশ নেবে লংকানরা।
আসন্ন এই হোম সিরিজের আগেই দেশের ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যানটেক।
ব্যানটেকের কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে শ্রীলংকা সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের দুই টেলিভিশন চ্যানেল- খেলাধুলাভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জিটিভি)।
বিসিবির সাথে ২৮ মাস বা প্রায় আড়াই বছরের চুক্তিতে টাইগারদের ১০টি হোম সিরিজের স্বত্ব কিনেছে ব্যানটেক প্রায় ১৬১ কোটি টাকার বিনিময়ে। এ সময়ে ১৮টি ওয়ানডে, ১৯টি টি টোয়েন্টি ও ৭টি টেস্ট অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের বিষয়ে কোনো চুক্তি হয়নি বিসিবি ও ব্যানটেকের।