রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনার নতুন গোলরক্ষকের সমর্থন পাচ্ছেন কাবায়েরো

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৩১৭ বার

স্পোর্টস ডেস্ক::
ক্রোয়েশিয়ার বিপক্ষে হাস্যকর ভুল করায় নাইজেরিয়ার বিপক্ষে আজ উইলি কাবায়েরোকে গোলপোস্টের নিচে দেখা যাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। তাঁর বদলি হিসেবে আজ দেখা যাবে ফ্রাঙ্কো আরমানিকে। বিশ্বকাপ খেলার সুযোগটা আরমানিকে দিচ্ছে অম্লমধুর স্বাদ। একদিকে বিশ্বকাপে খেলার মধুর স্বাদ, অন্যদিকে সতীর্থের জন্য দুঃখবোধ।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আরমানি। ৩২ বছর বয়সে আজ আন্তর্জাতিক অভিষেক হবে তাঁর। নাইজেরিয়ার বিপক্ষে আজ মাঠে নামলে বিশ্বকাপেও অভিষেক হয়ে যাবে এই গোলরক্ষকের। তাই আজ মাঠে নামতে পেরে যে খুব খুশি, সেটা আড়াল করেননি। তবে গতকাল সংবাদ সম্মেলনে কাবায়েরোর জন্য সহানুভূতিও জানিয়েছেন আরমানি, ‘আমি কাবায়েরোর সঙ্গে আমার হোটেল রুম ভাগাভাগি করি। তা ছাড়া অনুশীলন করার পাশাপাশি আমরা একসঙ্গে সময়ও পার করি।’

সেই ভুলের জন্য কাবায়েরোকে ইতিমধ্যেই অনেক খেসারত দিতে হয়েছে। তাঁকে এবং তাঁর পরিবারকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এমন সময়ে সতীর্থদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন চেলসি গোলরক্ষক। আরমানি জানান, ‘ও এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটা আমাদের যেকোনো খেলোয়াড়েরই হতে পারত। তাই ওই ঘটনাকে ও যেন একেবারে ভুলে যেতে পারে, সে জন্য আমরা সবাই মিলে কাবায়েরোকে সমর্থন দিয়ে যাচ্ছি।’

কাবায়েরোর এমন পরিস্থিতি সবার চেয়ে ভালো টের পাচ্ছেন আরমানি। নিজেও তো একজন গোলরক্ষক, তাই গোলরক্ষকদের কষ্ট তাঁর চেয়ে ভালো আর কে বুঝবে? আরমানি বলেন, ‘এখন পর্যন্ত ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। ও খুব উদার মনের মানুষ। আমারও একসময় এমন কঠিন সময় কেটেছিল। ওর অবস্থা শুধু আমরা গোলকিপাররাই বুঝতে পারব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ