শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আসছে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৮৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ গেল মাসে (এপ্রিল) তীব্র রোদ আর গরমে অতিষ্ট ছিলেন দেশবাসী।গরমের দাপট এতটাই ছিল যে মানুষ দিশেহারা হয়ে গিয়েছিলেন।চলতি মে মাসেও একই অবস্থা থাকবে।একইসঙ্গে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া চলতি মাসে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।তবে মে মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার মে মাসের দীর্ঘ মেয়াদী তাদের পূর্বাভাসে এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে ১টি থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়াও চলতি মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার আভাস দিয়েছেন তিনি।তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ