বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

শান্ত মুমিনুলের সেঞ্চুরিময় টেস্টে করোনার হানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৬৮ বার

স্পোর্টস ডেস্কঃ নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক সৌরভের সেঞ্চুরিময় কেন্ডি টেস্টে হানা দিয়েছে করোনা। শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামের এক মাঠকর্মীর শরীরের করোনা সংক্রমিত হয়েছে।

বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইড ক্রিকবাজকে জানিয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্না রদ্রিগো।

শুক্রবার বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের তৃতীয় দিনে ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার সংস্পর্শে  আসা ৯ জনকে ইতোমধ্যেই আইসোলেশনে নেওয়া হয়েছে।

রদ্রিগো বলেছেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজিটিভ হয়েছেন। যখন সে পজিটিভ আসে, তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আমরা আইসোলেশনে পাঠিয়েছি।

শ্রীলংকার বিপক্ষে কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হক সৌরভের (১২৭) সেঞ্চুরি আর তামিম ইকবাল (৯০), মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাসের (৫০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। ৮৫ রানে অপরাজিত আছেন করুনারত্নে। এখনও ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ