বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিদেশের মাটিতে মমিনুলের প্রথম সেঞ্চুরি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৯৬ বার

স্পোর্টস ডেস্কঃ নান্দনিক সব শটে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। তার রান তখন ৯০। দৃষ্টিকটু এক শট খেলে সেঞ্চুরি মিস। অধৈর্য হওয়ার ফল।

বিপরীতে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তারই পুরস্কার।

এ ছিল গতকালের গল্প।

আজ সফল হলেন অধিনায়ক মুমিনুল হক। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনিও।  তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছতে ২৩০ বল মোকাবিলা করেছেন মুমিনুল।

টেস্ট ক্যারিয়ারে এটি তার ১০ম সেঞ্চুরি। এদিকে আরও একটি অর্ধশতক হাঁকালেন শান্ত। তার ঝুলিতে এখন ১৫৫ রান। ৩৪৬ বল মোকাবিলায় দেড়শতক পূর্ণ করলেন শান্ত।

এই দুই ব্যাটসম্যানের জুটিতে ভর করে বাংলাদেশ দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করেছে।

বুধবার প্রথম দিনে নাজমুল পঞ্চাশ ছুঁয়েছিলেন ১২০ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে লাগে ২৩৫ বল। দিনশেষে অপরাজিত থাকেন ১২৬ রানে।  অধিনায়ক মুমিনুল হক অপরাজিত ৬৪ রানে। দুই উইকেটে ৩০২ রান নিয়ে আজ মাঠে নামেন এই দুই অপরাজিত ব্যাটসম্যান।

আজ ২৫ ওভার খেলে কোনো বিপদ না ঘটিয়ে আরও ৭৬ রান যোগ করেছে এই জুটি।  অর্থাৎ ৪৬৯ এল ২২৫ রানের জুটি গড়েছেন শান্ত-মুমিনুল।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ  ২ উইকেটে ৩৭৮ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ