রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

২৩ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের জান্তা সরকার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৩৩ বার

অনলাইন ডেস্কঃ মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মিয়ানমারের কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয় , গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর ২৩ হাজার ১৮৪ জনকে নববর্ষ উপলক্ষে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার বন্দিরা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

গত রোববার ছিল মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষের দিন।  নববর্ষ উপলক্ষে ৫ দিনের ছুটির শেষ দিনে তারা বৌদ্ধ বিহারে গিয়ে নববর্ষ উদযাপন করে তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিদের ১৩৭ জন বিদেশি। তাদের মধ্যে, সাম্প্রতিক আন্দোলন থেকে আটককৃতরা রয়েছেন কিনা, তা অনিশ্চিত। ফেব্রুয়ারিতে, সেনা অভ্যুত্থানের পর সহিংসতায় মারা গেছেন ৭২৬ জন। বন্দি হয়েছেন অং সান সু চি’সহ কমপক্ষে ৩ হাজার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ