গ্রামবাসী জানান, মঙ্গলবার রাতে হঠাৎ করে মেঘারকান্দি ও রামপুর গ্রামে কয়েকটি পাগলা শেয়াল হানা দেয়। এসময় ঘরের বাহিরে থাকা মেঘারকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস(৩৫),কলেজ ছাত্র কৃষ্ণ দাস (২৪) কিশোর রাজু দাস(১৪) ও ব্যবসায়ী
বরুণ দাস (৪০) কে কামড় দেয়। এসময় মেঘারকান্দি গ্রামের অনথদাস ও প্রসেন দাসের গরু কে কামড় দেয়। এছাড়াও রামপুর গ্রামের কয়েকজন মুসল্লী মসজিদ থেকে নামাজ পড়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাগলা শেয়ালের কামড়ে আহত হন।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান,গাপলা শেয়ালের কামড়ে মেঘারকান্দি ও রামপুর গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গ্রাম জুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।