স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)।
নেইমার-এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে চূরমার করে দেন লেওয়ানডস্কিরা।
এবারের আসরে কোয়ার্টার ফাইনালেই বায়ার্নকে পেয়েই যেন সেই প্রতিশোধ নিল পিএসজি।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে বায়ার্নকে তাদের মাঠই হারাল পিএসজি।
৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে দেশে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
এর ফলে ১৯ ম্যাচ পর চ্যাম্পিয়নস লিগে হারের স্বাদ পেল বায়ার্ন।
ম্যাচে প্রথমে দুই গোল হজম করে পিছিয়ে গেলেও সমতায় ফেরে বায়ার্ন।
বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি।
ডানদিক থেকে নেয়া এমবাপ্পের দুরন্ত শট নয়্যারের গ্লাভসের ফাঁক গলে জড়িয়ে যায় জালে।
২৭ মিনিটের সময় হেডে ব্যবধান দ্বিগুণ করেন মার্কুইনহোস।
এর কিছুক্ষণ পরই রবের্ত লেওয়ানডস্কির জায়গায় খেলতে নামা এরিক চুপো মোটিং এক গোল শোধ করেন।
১-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতির পর মাঠে নেমে ১৫ মিনিটের প্রচেষ্টায় সমতায় ফেরে বায়ার্ন।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান টমাস মুলার।
এ মুহূর্তে ম্যাচে টানটান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। তবে সেই উত্তেজনা ৮ মিনিটের বেশি ঠাঁই পায়নি।
৬৮তম মিনিটে নেইমারের দুর্দান্ত এসিস্টে কাছের পোস্ট দিয়ে দলের জয়সূচক গোলটি করেন ফ্রান্সের তরুণ তারকা।
এরপর প্রাণপণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।