দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ প্রায় তিন দশক পর শিরোপার স্বাদ পেতে যাচ্ছে রিয়াল সোসিয়েদাদ।
অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে প্রায় ৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ।
শনিবার রাতে ২০১৯-২০ মৌসুমের কোপা দেল রের শিরোপা লড়াইয়ের ম্যাচে সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওয়ারজাবাল।
গোলশূন্যাবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে গোল পায় সোসিয়েদাদ।
ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পটকিকে বিলবাওয়ের জাল কাঁপান ওয়ারজাবাল।
ওই গোলটি ছিল ম্যাচের জয়সূচক গোল, যা ৩৪ বছর রিয়াল সোসিয়েদাদকে শিরোপার স্বাদ এনে দিল।
সবমিলিয়ে সোসিয়েদাদের এটি তৃতীয় কোপা দেল রে শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।