জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ বৃহস্পতিবার থেকে শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন শুরু হচ্ছে। আগামি ১৪ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।
জগন্নাথপুরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের মাধ্যমে ৫ বছর থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীসহ বিদ্যালয় বর্হিভূত শিশুদের এক ডোজ করে কৃমি নাশক ঔষধ সেবন করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, এবার জগন্নাথপুরে ৪৬ হাজার শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই কার্যক্রম চলবে।