স্পোর্টস ডেস্কঃ হারলে ডাবল হোয়াইটওয়াশ, জিতলে ইতিহাস। এমন সমীকরণের ম্যাচে বৃহস্পতিবার দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগিতক নিউজিল্যান্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যেই বৃহস্পতিবার মাঠে নামবে।
নিউজিল্যান্ডের মাঠে প্রথম জয়ের স্বাদ পেতে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই সর্বোচ্চ উজাড় করে দেয়ার চেষ্টা করবে বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগের দিন ভিডিও বার্তায় এমনটিই বলেছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।
সৌম্য বলেন, নিউজিল্যান্ডকে তাদের মাঠে অবশ্যই হারানো সম্ভব। শেষ ম্যাচে যদি তিনটি বিভাগেই ভালো করতে পারি আমরা তাহলে জেতা সম্ভব।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালিন, ডেভন কনওয়ে, উইলি ইয়ং, গ্লেন ফিলিপস, ড্রাইল মিসেল, টিম সাউদি, ইস সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।