বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত। আজ তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই মঙ্গলবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজী হায়াৎ করোনা আক্রান্ত হলেও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। অবস্থার অননিত হলে ডাক্তারের পরামর্শ মেনে আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা নেওয়ার সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।
রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন কাজী হায়াৎ। তার হাসপাতালের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমতিরি কার্যকরি পরিষদের সদস্য কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।
কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। গত বছর মুক্তি পায় ছবিটি। এটি ছিলো তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা।