বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

কোহলির ব্যাটে হ্যাটট্রিক পরাজয় এড়াল ভারত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৫৬ বার

স্পোর্টস ডেস্কঃ রানখরা কাটিয়ে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। অধিনায়কের ফর্মে ফেরার ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়াল ভারত। ৭ উইকেটের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে ৩৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন ওপেনার জেসন রয়। ২০ বলে ২৮ রান করেন ইয়ন মরগান। ২৪ রান করে করেন বেন স্টোকস ও ডেভিড মালান। ২০ রান করেন জনি বেয়ারস্টো।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই শূন্যরানে ফেরেন লোকেশ রাহুল।

তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে ফেরেন ইশান কৃষাণ। তার আগে ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান।

দলীয় ১৩০ রানে ফেরেন ঋষভ পন্থ। তিনি ১৩ বলে ২৬ রান করে আউট হন। এরপর স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি। আগের দুই ইনিংসে শূন্যরানে আউট হয়ে সমালোচিত ভারতীয় এই অধিনায়ক এদিন ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৬ (জেসন রয় ৪৬, ইয়ন মরগান ২৮, বেন স্টোকস ২৪, ডেভিড মালান ২৪,জনি বেয়ারস্টো ২০)।
ভারত: ১৭.৫ ওভারে ১৬৬/৩ (কোহলি ৭৩*,ইশান কৃষাণ ৫৬, ঋষভ পন্থ ১৬)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ