শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

প্রচুর বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ টি-শার্ট

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৪ বার

অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনের আগে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ টি-শার্ট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘খেলা হবে’ বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর থেকেই ‘খেলা হবে’ সংলাপটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে পশ্চিমবঙ্গে।

‘খেলা হবে’ শিরোনামে তৈরি হয়েছে গানও, যা বাজছে তৃণমূলের নির্বাচনী প্রচারণায়। এবার টি-শার্টের গায়ে জায়গা করে নিয়েছে ‘খেলা হবে’। বিক্রিও হচ্ছে ব্যাপক।

পশ্চিমবঙ্গের  সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে শাসক থেকে বিরোধী সবার মুখে মুখে এখন ‘খেলা হবে’। রাজনীতির ময়দান থেকে অরাজনৈতিক মানুষজনও ‘খেলা হবে’তে মজেছেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ লেখা টি-শার্ট। শীত বিদায় জানিয়ে গরম চলে আসায় চাহিদা বাড়ছে টি-শার্টের। আর এর ওপর ‘খেলা হবে’ টি-শার্ট যেন ‘হট কেকে’ পরিণত হয়েছে।

কাটোয়া শহরের পানুহাটের পোশাক ব্যবসায়ী রিপন দেবনাথ বলেন, ‘বাজারে যখন যেটা বেশি চালু থাকে, সেটাকে ডিজাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। যাতে যুবসমাজ আকর্ষিত হয়। তাই এবার ‘খেলা হবে’ স্লোগান বাছা হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে ‘খেলা হবে’ সবচেয়ে হিট শব্দবন্ধ।’

ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যেই অনলাইনে প্রচুর অর্ডার আসছে ‘খেলা হবে’ টি-শার্টের। কাটোয়া ছাড়াও অন্যান্য শহর থেকেও এই টি-শার্টের অর্ডার দিচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীদের আশা ভোট মরশুমে আরও চাহিদা বাড়বে ‘খেলা হবে’ টি-শার্টের। ওই টি-শার্টের দাম পড়ছে ২০০-৩০০ টাকার মধ্যেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ