বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

সাকিবকে ‘স্বাগত ময়না’ বলে কলকাতার টুইট

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০১ বার

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা উপহার দিয়েছিলেন সাকিব। কিন্তু ২০১৯ এর আইপিএলে সাকিবকে নেয়নি কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা এ বাংলাদেশি অলরাউন্ডার।

আর গত বছর নিষেধাজ্ঞার জন্য আইপিএলে অংশ নিতে পারেননি তিনি। এক বছরের নিষেধাজ্ঞার জন্য ২০২০ আইপিএলে ছিলেন না সাকিব।

‌এবার আইপিএলে ফিরেছেন নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কেকেআর শিবির।

কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘স্বাগত ময়না’। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’

প্রসঙ্গতহ, আইপিএলের নিলামে সাকিব ২০০৯ আসরে প্রথমবারের মতো অংশ নেন। ওই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল।

২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। পাঞ্জাব কিংসও তাকে দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলে। শেষ পর্যন্ত সাকিবকে দলে নিয়েছে কলকাতা।

আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।

দল পেলেও সাকিব আসন্ন আইপিএলে সাকিবের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। মে মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল আসতে পারে বাংলাদেশে। এ অবস্থায় সূচি চূড়ান্ত না হলেও বলা হচ্ছে এবারের আইপিএল হতে পারে এপ্রিল-মে মাসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ