মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

বার্গম্যানের কুশপুতুল দাহ, বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বাংলাদেশে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তারা আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনের প্রতিবেদক ডেভিড বার্গম্যানের কুশপুতুল দাহ এবং বার্গম্যানকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির মুখপাত্র অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

সমাবেশে আ ক ম জামাল উদ্দিন বলেন, সম্প্রতি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে স্পষ্টভাবে বাংলাদেশ সরকার, দেশপ্রেমিক সেনাবাহিনীর নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। যা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হেয় করার জন্য নির্মিত। ২০০৯ সালের পর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে অপপ্রচার করে চলেছে সংবাদমাধ্যমটি।

বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, আল জাজিরা যদি এই প্রতিবেদন প্রত্যাহার না করে এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা না চায়, তাহলে এ ধরনের মিথ্যাচার আর মানহানিকর প্রতিবেদন করার জন্য আল জাজিরা ও প্রতিবেদক ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই সঙ্গে তাদের মদদদাতাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা জেরিন, দক্ষিণের সভাপতি আব্দুল বাকের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং ছাত্রমঞ্চের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এইচএম হামজা প্রমুখ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যান বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের জামাতা।

সুত্রঃ দৈনিক যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ