বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ পেছাল, জেনে নিন নতুন সূচি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৫ বার

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শেষেই নিউজিল্যান্ডে পথে উড়াল দেবে বাংলাদেশ।  সফরে কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা।

ইতিমধ্যে সফরের সূচিও ঠিক করে ফেলেছিল। জানা গেছে, এই সূচি পাল্টে গেছে।  পাল্টে গেছে ম্যাচের দিনক্ষণ।  তবে ভেন্যু একই থাকছে।

নতুন সূচি অনুযায়ী, আগের সূচি থেকে সাত দিন পিছিয়ে শুরু হবে মাঠের লড়াই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশ দলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করতে সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে সিরিজ। আগামী ১৩ মার্চ নিউজিল্যান্ড দলের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও এখন সিরিজ শুরু হবে ২০ মার্চ।

অর্থাৎ বাংলাদেশ দল এখন কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করতে পারবে।

আগের সূচিতে তিন ম্যাচের ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২৩, ২৬ ও ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও এখন ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি

২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন

৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার

১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ