বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

তরুণ উইন্ডিজের বিপক্ষেই টাইগারদের এ অবস্থা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৫ বার

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের তারুণ্যনির্ভর দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম খেলার প্রথম দিনে প্রত্যাশিত মানের ব্যাটিং হয়নি। প্রথম দিনে বড় কোনো পার্টনারশিপ গড়তে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের চেনা মাঠে প্রথম দিনে আশানুরূপ ব্যাটিং হয়নি মুমিনুল হকের নেতৃত্বাধীন দলের।

দলীয় ২৬ রানে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আউট হলে হাল ধরতে পারেননি তিনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত। ৬৬ রানে ২৫ রান করে ফেরেন তিনি।

দেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাতি পাওয়া ব্যাটসম্যান মুমিনুল হক ফেরেন দলীয় ১১৯ রানে ২৬ রান করে।

ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলে যাওয়া সাদমান ইসলাম অনিক ফেরেন ফিফটির পর। ৫৯ রানে সাদমান যখন সাজঘরে তখন বাংলাদেশের সংগ্রহ ১৩৪।

ব্যাটিংয়ে নেমে জুটি গড়তে পারেননি বাংলাদেশ দলের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ৩৮ রান করে ফেরেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। ১৯৩ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর সাতে ব্যাটিংয়ে নামা ওপেনার লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তাদের অবিছিন্ন ৫১ রানের জুটিতেই প্রথম দিনের খেলা শেষ।

দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। ৩৯ ও ৩৪ রানে অপরাজিত সাকিব-লিটন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৪২/৫ (সাদমান ৫৯, তামিম ৯, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*; জোমাল ওয়ারিক্যান ৩/৫৮, কেমার রোচ ১/৪৪)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ