বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

বগুড়ায় মদপানে আরও তিনজনের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বগুড়ায় বিষাক্ত মদপানে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে দুজন এবং মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মদপানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাস (৭০), বগুড়া সদরের ফাঁপড় এলাকার রিকশাচালক জুলফিকার রহমান (৫৬) ও ফুলবাড়ী মধ্যপাড়ার রিকশাচালক আবদুল জলিল (৬৫)।

এর আগে বিভিন্ন সময়ে মৃত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার কারখানা শ্রমিক পলাশ (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমন রবিদাস (৩৮), বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫), শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী (৬০), কাটনারপাড়া হটুমিয়া লেনের বাবুর্চি মোজাহার আলী (৭৫) ও কাহালু পৌর এলাকার উলুট্র মহল্লার অটোরিকশাচালক কালাম (৫০)।

এদিকে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন রাতেই থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, রাত ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে প্রেমনাথ রবিদাস মারা যান। অন্য দুজন মারা যান সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে।

তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন গতকাল রাতে থানায় মামলা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ