বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

স্বর্ণের দাম কমল ভরিতে যত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ দাম বাড়ানোর এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে প্রায় ১৯৮৩ টাকা কমানো হয়েছে। গত ৫ জানুয়ারি এই মানের স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  তবে রুপার দাম অপরিবর্তিতই থাকবে বলে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৪ হাজার ৬৫০ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে দাম পড়বে ৬৯ হাজার ৫১৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ৫০০ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫০ হাজার ৪৪৭ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ