মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

জাপানে করোনার নতুন ধরন শনাক্ত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৮৬ বার

অনলাইন ডেস্কঃ জাপানে ব্রাজিল থেকে আসা চার যাত্রীর শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনার সন্ধান মিলেছে।

যুক্তরাজ্যের স্ট্রেইন থেকে এই স্ট্রেইনটি (ধরন) আলাদা।  এতে করে জাপানে করোনাভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  খবর ডয়েচে ভেলের।

টোকিওর ভাইরোলজি ইন্সটিটিউট করোনাভাইরাসের ওই নতুন স্ট্রেইনটির খোঁজ পেয়েছে বলে রোববার দাবি করেছে।

নতুন এই স্ট্রেইনটি পাওয়া গেছে ব্রাজিলের চার যাত্রীর শরীর থেকে। তারা প্রত্যেকেই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। তবে নতুন স্ট্রেইনটির বিষয়ে এখনও বিশদ কিছু জানা যায়নি।

গত কয়েক দিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সবারই শরীরে করোনাভাইরাস মিলেছে।

বিমানবন্দরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়। চারজনের মধ্যে শ্বাসের কষ্ট শুরু হলে বছর চল্লিশের এক পুরুষ যাত্রীকে রোববার হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি তিনজনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। একজনের গলাব্যথা আছে। অন্য দুজনের সামান্য জ্বর আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ