খেলা ডেস্ক::
প্রথম ম্যাচের মতো খুব বড় স্কোর করতে পারেনি পাকিস্তান। পুরো ২০ ওভার ব্যাটিং করে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৬৬ রান। জবাব দিতে নেমে ৮২ রানেই আটকে যায় স্কটল্যান্ড। স্কটিশদের ৮৪ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ টি-টোয়িন্টি ২-০ তে জিতে নিল পাকিস্তান। টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ওপেনার আহমেদ শেজাদ ও ফখর জামান মোটামুটি ভালো শুরু করেছিলেন। ৬০ রানে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে। ওপেনার আহমেদ শেজাদ ২৫ বলে করেন ৩৩ রান। ২ রান যোগ হতেই আরেক ওপেনার ফখর জামানও সাজঘরে ফেরেন। যাওয়ার আগে সংগ্রহ করেন ২২ বলে ২৪ রান। তিন নম্বরে হুসেইন তালাত নেমে থিতু হয়েও কিছু করতে পারেননি। ১৯ বলে ১৭ রান করে তিনিও ফিরে যান। আগের ম্যাচে ঝড় তোলা সরফারাজ খুব একটা সুবিধা করতে পারেননি। তবে আজকের ম্যাচেও শোয়েব মালিকের ব্যাট ছিল বেশ ‘চওড়া’। ২২ বলে অপরাজিত ৪৯ রান তোলেন মালিক। মালিকের ব্যাটে ভর করেই পাকিস্তান ১৬৬ রানের ইনিংস গড়ে।
পাকিস্তানের ছুড়ে দেওয়া অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্কটিশরা। স্কটল্যান্ডের ওপেনার মুনসে কোনো রান না করেই আউট হন। আরেক ওপেনার কোয়েটজার ১ রান যোগ করেই ফিরে যান। দুই ব্যাটসম্যানই উসমান খানের শিকার হন। তিন নম্বরে নেমে বেরিংটন পাল্টা-আক্রমণের চেষ্টা করেন। ১৫ বলে ২০ রান তুলে জবাবটাও ভালো দিচ্ছিলেন তিনি। তবে খুব বেশি এগোতে পারেননি। ২০ রানে তাঁকে ফেরান ফাহিম আশরাফ। ১৫ ওভারের আগেই স্কটিশদের ইনিংস শেষ। তাও মাত্র ৮২ রান তুলে। শেষ দিকে অবশ্য ম্যাক্লাউড ২৭ বলে ২৫ রান করে ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন।