স্পোর্টস ডেস্কঃ ফেডারেশন কাপ দিয়ে নতুন ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে সোমবার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। ফেডারেশন কাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে অভিষেকের পর থেকেই শিরোপার জন্য মাঠে নামে বসুন্ধরা। দুই মৌসুম মিলিয়ে একটি লিগ ও তিনটি টুর্নামেন্ট খেলেছে ক্লাবটি।
প্রথম ফেডারেশন কাপে হয়েছে রানার্সআপ। এরপর লিগ চ্যাম্পিয়ন হয়ে শিরোপার হাত ধরে হাঁটা শুরু। জিতেছে স্বাধীনতা কাপ ও গত মৌসুমের ফেডারেশন কাপ।
গত চারটি ফেডারেশন কাপের প্রথম তিনটিতে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। সবশেষ আসরে চ্যাম্পিয়ন বসুন্ধরা। ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগে প্রথম ১০ আসরে ছয়বার সেরা আবাহনী।
কে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’-শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’-সাইফ স্পোর্টিং, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ ‘ডি’-ঢাকা আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধা