স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবারের রাত বিপরীত মেজাজে কেটেছিল তাদের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে সেদিন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন রবার্ট লেওয়ানডোস্কি। শনিবার তাদের পথ মিলে গেল একই মোহনায়। দু’জনই জোড়া গোল করে জিতিয়েছেন নিজ নিজ দলকে।
ইতালির সেরি-এ লিগে রোনাল্ডোর জোড়া গোলে পার্মাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে জুভেন্টাস (২৭)। শীর্ষে থাকা এসি মিলানের (২৮) সঙ্গে ব্যবধান এখন মাত্র এক পয়েন্ট। ওদিকে লেওয়ানডোস্কির জোড়া গোলে বুন্দেসলিগার শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ। লিগ টেবিলের শীর্ষ দু’দলের রোমাঞ্চকর লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন।
প্রতিপক্ষের মাঠে ৪৩ মিনিটে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরানোর পর ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন আগুনে ফর্মে থাকা লেওয়ানডোস্কি। মৌসুমের প্রথম ১৩ ম্যাচেই ১৭ গোল হয়ে গেল পোলিশ ফরোয়ার্ডের। লেওয়ানডোস্কির মতো রোনাল্ডোও নিজ লিগে টপস্কোরার। সেরি-এ লিগে এবার নয় ম্যাচে ১২ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
গত পরশু পার্মার মাঠে তার প্রথম গোলও হয় আকাশছোঁয়া এক অবিশ্বাস্য হেডে। পরের গোলে নাম লিখিয়েছেন দারুণ এক রেকর্ডে। ৫৯ বছর পর সেরি-এ লিগের কোনো খেলোয়াড় এক পঞ্জিকাবর্ষে ৩৩ গোল করলেন।
সব মিলিয়ে সেরি-এ লিগে এক বছরে ৩৩ বা তার বেশি গোল করা মাত্র চতুর্থ ফুটবলার রোনাল্ডো। আগের ম্যাচে পেনাল্টি মিসের খেদ দারুণভাবেই মেটালেন পর্তুগিজ তারকা। জুভেন্টাসের বাকি দুই গোল কুলুসেভস্কি ও আলভারো মোরাতার।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেই চলেছে আর্সেনাল। শনিবার এভারটনের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে নেমে গেছে তারা। লিগে শেষ সাত ম্যাচে এটি আর্সেনালের পঞ্চম হার। অন্য দুটি ড্র। সব মিলিয়ে ১৪ ম্যাচে আট হার। জয় মাত্র চারটি।
কোচ মিকেল আর্তেতার ভাগ্য এখন সুতোয় ঝুলছে। বড়দিনের আগেই পেয়ে যেতে পারেন বরখাস্তের চিঠি!