বিনোদন ডেস্কঃ একটি আলোচিত সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসেন ফারিয়া শাহরিন। এ প্রতিযোগিতা সেরা দশে জায়গাও পান তিনি। এরপর শুরু করেন মডেলিং ক্যারিয়ার।
একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়ে প্রথম আলোচনায় জায়গা করে নেন তিনি। এরপর নাটকে নিয়মিত অভিনয় করতে থাকেন। ছবিতেও তাকে দেখা গিয়েছিল।
ক্যারিয়ারের সুসময়ে হঠাৎ করেই উচ্চ শিক্ষার্থে দেশ ছাড়েন এই মডেল ও অভিনেত্রী। গত বছর থেকে আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন।
বিশেষ করে গত দুই ঈদে একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন। পাশাপাশি মডেলিংয়ের কাজও সমানতালে করছেন।
এরইমধ্যে ‘মোনালিসা’ নামের একটি এক খণ্ডের নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া। কাজী সাইফ আহমেদের পরিচালনায় নির্মিত নাটকটি বিশ্ব ভালোবাসা দিবসে টেলিভিশনে প্রচার হবে।
এ নাটকে ফারিয়া একটি টেইলার্সের দর্জি। গ্রামের মেয়ে। গ্রামেই থাকেন। গ্রামের এক ছেলে বিখ্যাত মোনালিসার ছবিটি সঙ্গে রাখেন সব সময়। হঠাৎ দর্জি মেয়েটার সঙ্গে মোনালিসার সাদৃশ্য খুঁজে পায় ছেলেটি। এ নিয়ে এক নাটকীয়তা তৈরি হয়। এগিয়ে যায় নাটকটির কাহিনী।
এতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, এ ধরনের গল্পের নাটকে প্রথম অভিনয় করছি। এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। মোনালিসাকে নিয়ে তৈরি করা গল্পের নায়িকা হতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, সালমান শাহরিয়ার, মম শিউলি প্রমুখ।
অন্যদিকে ফারিয়া সম্প্রতি কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়া এক খণ্ডের নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত আছেন তিনি।