রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

প্রথমবার একসঙ্গে দুপুরের খাবারে ট্রাম্প-কিম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৩৫০ বার

অনলাইন ডেস্ক::
বৈরিতা ভুলে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। প্রথমবারের মতো করমর্দনও করেছেন তাঁরা। আজই প্রথমবারের মতো একসঙ্গে দুপুরের খাবার খাবেন দুজন। কী থাকছে তাঁদের খাবারের তালিকায়? সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দুজন দুপুরের খাবার খাবেন। খাবারের তালিকায় নানা রকম পশ্চিমা ও কোরিয়ান খাবার রাখা হয়েছে।

মূল খাবার শুরুর আগেই স্টার্টার হিসেবে তাঁদের পরিবেশন করা হবে অ্যাভোকাডোর সালাদের সঙ্গে চিংড়ির ককটেল বা প্রন ককটেল, সবুজ আমের কেরাবু বা ‘ওসিওন’, কোরিয়ান শসার মিশ্রণ। এরপর থাকবে ইয়াংজৌ ফ্রাইড রাইস বা দেগু জরিমের সঙ্গে গরুর পাঁজরের মাংস, টক-মিষ্টি পর্ক বা কোরিয়ান সয়া দিয়ে ভাপে সেদ্ধ কড মাছ। শেষে থাকবে ডার্ক চকলেট টার্টেল গ্যানশে, ভ্যানিলা আইসক্রিম বা ট্রপেনজিন ও পেস্ট্রি ডেজার্ট।

ট্রাম্প ও কিমের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেবেন দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ও অতিরিক্ত কিছু পরামর্শক। তাঁদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বোন কিম ইয়ো জং।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ