স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে নয় চার ও সাত ছক্কায় ১০০ রানের মাইলফলক স্পর্শ করেন বরিশালের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান ইমন। তার সেঞ্চুরিতে ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিময় সেই ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলে কুমিল্লা।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার।
মঙ্গলবার দর্শকহীন মিরপুর স্টেডিয়ামে দুই সেঞ্চুরির ম্যাচে ২৮ ছক্কার রেকর্ড গড়েছেন জোড়া শতক তুলে নেয়া নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমনরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৩ সালের বিপিএলে ঢাকা-সিলেট ম্যাচে সর্বোচ্চ ২৭টি ছক্কার রেকর্ড হয়েছিল।
গতবছর বিপিএলের ফাইনালে তামিম ইকবাল ইনিংসে সর্বোচ্চ ১১ ছক্কার রেকর্ড গড়েছিলেন। মঙ্গলবার তার সেই রেকর্ডে ভাগবসান নাজমুল হোসেন শান্ত।