অনলাইন ডেস্ক::
যেই বিএনপি আগে ভারতের সমালোচনা করত সেই বিএনপির নেতারা এখন ভারতে দৌড়াদৌড়ি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার ভোলায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর ওই মন্তব্যে বলেন, ‘বিএনপি ভারতের সমালোচনা করত। খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি। এখন বিএনপির নেতারা ভারতের কাছে দৌড়াদৌড়ি করছে। বিদেশে দৌড়াদৌড়ি করছে। এটা দুঃখজনক।’
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদে ঈদবস্ত্র বিতরণের ওই অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। একই দিন উপজেলার আরও ৮টি ইউনিয়নে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
তোফায়েল আহমেদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘এই দলটি হলো পাকিস্তানপন্থী, যাঁরা পাকিস্তানের পক্ষে, ভারতের বিরুদ্ধে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের যেই দল আশ্রয় দিয়েছে, সেই দল এখন ভারতে কাছে দৌড়াদৌড়ি করছে।’
অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘বিএনপি বলছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না। সেটি একটি বিশেষায়িত হাসপাতাল। সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসা হয়। চিকিৎসকেরা যদি বলে সেখানে চিকিৎসার সংকট আছে, তাহলে হয়তো ভাবা যেতে পারে। তবে কোথায় তাঁর চিকিৎসা ভালো হবে সেটি আদালতের এখতিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপি প্রিজন বলেছেন, তাঁর চিকিৎসার কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে কোনো অসুবিধা হবে বলেও মনে করি না।’