মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তুলোর গুদামে অগ্নিকান্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২২৫ বার

নিজস্ব প্রতিবেদক::  

দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলোর গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ২ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গুদামের স্বত্বাধিকারী আলী হোসেন।

তিনি বলেন, দুপুর ২ টার দিকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলোর গুদামে আগুন লেগে যায়। আমার ছোট ভাই কামরান হোসেন (২০) আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এরপর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোনকলে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

তিনি আরও বলেন, গুদাম ঘরে থাকা ২৫ হাজার টাকার তুলো, ৩০ মণ ধান, বেড-বালিশ এবং কিছু আসবাবপত্র সহ সবকিছু ভষ্মিভুত হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়সল চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার স্টেশনের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ