সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

ছেলেকে ভারতের গায়ক বানাতে চান না সোনু নিগম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ১৯৩ বার

বিনোদন ডেস্ক:  এক সময় সনু নিগম ছাড়া যেন বলিউড গান কল্পনাই করা যেত না। এখনও বেশ জনপ্রিয় তিনি।

আর সেই কণ্ঠশিল্পী চান না যে, তার ছেলে তারই মতো বলিউডে ক্যারিয়ার গড়ুক। আর হলেও যেন তাকে ভারতের গায়ক হিসেবে কেউ না চেনে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছেলে নবীনের ক্যারিয়ার বিষয়ে এমন ইচ্ছার কথাই জানালেন সোনু।

সাক্ষাৎকারে সনু বলেন, নবীন একজন গায়ক হোক, একেবারেই চাই না। আর ভারতে তো একদমই নয়।

এতো জনপ্রিয় প্লে-ব্যাক সিংগার কেন চাচ্ছেন না তার ছেলে একজন সংগীতশিল্পী হোক! বিষয়টি সনুর ভক্ত-অনুরাগীদের কাছে যেমন বিস্ময়ের তেমননি মন খারাপের।

কোন বিদ্বেষ থেকে বা কোন হতাশা থেকে সোনু এমনটা চাইছেন? ভক্তরা সে প্রশ্নে মুখর।

যদিও এর পেছনে কোনো বিদ্বেষ বা হতাশা কাজ করছে না বলে জানিয়েছেন সনু নিগাম নিজেই।

সনুর মতে, বাবার পেশায় না এসে ছেলে নবীন অন্য কোনো ক্যারিয়ার বেছে নিক।

৪৭ বছর বয়সী সনু নিগাম বলেন, সত্যি কথা বলছি, ওকে এদেশের গায়ক হিসেবে দেখতে চাই না। যদিও ও আর এখন ভারতে থাকেও না। দুবাইতেই থাকে। ছোট থেকেই ভাল গান করে ঠিকই। কিন্তু ওর আগেও একটা প্রতিভা আছে। সংযুক্ত আরব আমিরাতে নবীন এখন সেরা গেমারদের একজন। অনেক প্রতিভা আছে ওর। আমি অবশ্য ওকে বলে দিতে পারি না এটাই করতে হবে বা ওটাই করো। সেটা বলতেও চাই না। দেখা যাক, ও নিজে কী হতে চায়।

সিনেপ্রেমীদের অনেক আগে থেকেই ধারণা, বাবা সনুর মতোই সুরের মূর্ছনা দিয়ে বলিউড মাতাবে নবীন। কেননা অল্প বয়সে বাবার কোলে চেপেই মঞ্চে গান করেছে নবীন। স্টুডিওতে গিয়েও গান রেকর্ড করেছে সে। সেসব ভিডিও সোশ্যাল  মিডিয়ায় এখনও দেখা যায়।

তবে সোনুর এমন ইচ্ছার কথা শুনে খানিকটা হতাশায় পড়েছে ভক্ত-অনুরাগীরা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ