রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

কবিতা- “তুমি রবে উদাহরণ হয়ে”

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১০৪১ বার

কত ত্যাগ করিলে স্বীকার , হলে কত মহানুভব !
এমন করে নিজকে বিলানো সম্ভব?

কত ত্যাগী হলে পরে, জীবনের এমন প্রান্তে দাড়িয়ে,
অকপটে বলা যায় বঞ্চিতরাই আমার সব !!

কত উদার ! হলে এমনই একজন,
সপিতে পারে অপরে আপন জীবন।

স্বার্থের উর্ধ্বে কত উচ্চ হৃদয়ের অধিকারী হলে!
গড়তে আসে পিছিয়ে পড়া জনপদ আপন ভুলে,

যে সময়ে অন্য সবাই নাতি-পুতি সমেত মহা অবসরে !!!
স্বর্গীয় সুঃখ ভুলে, আছে কি এমন? সেবা নিয়ে ঘুরে মানুষের ধারে ধারে,
ভাবত একবার ! এমন করা যায় কতটুকু ত্যাগী হলে পড়ে?

কারি কারি ধন, বড় বড় আপন, কিসে অভাব তুমার?
উচু উচু বাড়ি, বিলাসী গাড়ি, তুরি মেরে ফেলে এলে!
কোন সে টানে -অভাগীরা অসহায় পড়ে আছে বলে?

এমনও কত জনা জগত জুড়িয়া,
অর্থের পাহাড় ক্ষমতার চাদর রহিয়াছে পড়িয়া,
সুযোগ থাকার পরেও পিছনে, থাকায় না ফিরিয়া,

তুমিই ব্যতিক্রম একজনই এমন –
‘ এম, এ, মান্নান ‘ রবে উদাহরণ হয়ে।

ফয়ছল আহমদ, প্রভাষক- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ