বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

প্রবাসী মুজিবুর রহমান তোতা’র অর্থায়নে দিরাইয়ে দুইটি মাদ্রাসায় পোষাক বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫২৬ বার

সুনামগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্পেন বার্সলোনা বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সম্বনয়ে একটি সামাজিক সংগঠন মানব কল্যাণ এসোসিয়েশন (স্পেন বার্সলোনার) উদ্যোগে দিরাই উপজেলার প্রঞ্চগ্রাম বদলপুর মাদরাসায় ও টানাখালী দারুল কোরআন মাদরাসায় পোষাক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ ঘটিকায় মাদরাসা হল রুমে গরীব হত-দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্পেন প্রবাসী মুজিবুর রহমান তোতা’র অর্থায়নে পোষাক বিতরন করা হয়। বিতরনের প্রক্কালে অত্র মাদরাসার প্রেন্সিপাল মাওলানা আবুল ফজল মাদরাসা কমিটির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের বৃহত্তর দিরাই উপজেলার ছাদিরপুর গ্রামের কৃতিসন্তান স্পেন প্রবাসী মুজিবুর রহমান তোতা ভাইয়ের প্রচেষ্টায় ও মানব কল্যাণ এসোসিয়েশন স্পেন বার্সেলোনার সহায়তায় যতেষ্ট পরিমাণ অনুদান পেয়েছি। ভবিষ্যৎতে ও পাব। তিনি আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য আজীবন অনুদান প্রদান করবেন। টানাখালী দারুল কোরআন মাদ্রাসার প্রেন্সিপাল কারী মতিউর রহমান বলেন,মুজিবুর রহমান তোতা আমার এলাকার গর্বিত সন্তান আমরা তোতা ভাইয়ের সহয়তায় আমাদের মাদ্রাসায় অনেক কিছু পেয়েছি। আমরা আশা করি ভবিষ্যতেও পাব। মানব কল্যাণ এসোসিয়েশন বার্সেলোনার সুনামগঞ্জ কালচার এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি স্পেন প্রবাসী মুজিবুর রহমান তোতা জানান, আমরা সংগঠন করছি আমাদের জন্ম মাটি বাংলাদেশ ও দেশ বিদেশের অনাথ হত-দরিদ্র মানুষজনের সেবা করার ও সমাজের শিক্ষা-ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম কান্ডে সাহায্য সহযোগীতার করার জন্য। আমরা আজীবন আমাদের জন্ম মাটি ও দেশ বিদেশের অসহায় মানুষের উন্নয়ন করতে চাই। এসময় অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ