সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

কানাডা ১২ লাখের বেশি অভিবাসী নেবে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১৯৬ বার

অনলাইন ডেস্কঃ  কানাডায় আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখের বেশি অভিবাসী নেয়া হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

সাংবাদিকদের তিনি বলেন, সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে।

মেনডিসিনো বলেন, করোনার আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়েছে।

উল্লেখ্য, কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে বিশ্বে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।

এ পর্যন্ত কানাডায় ২ লাখ ৩৪ হাজার ৫১১ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ১৩৬ জনের। করোনার কারণে গত মার্চ থেকে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয় দেশটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ