বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের কাছে খুব কৃতজ্ঞ পাকিস্তান ক্রিকেট বোর্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২০৭ বার

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।

২০০৯ সালে করাচিতে শ্রীলংকার ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে না ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশটিতে দল পাঠানোয় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান।

রোববার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে শেষে সাংবাদিকদের এহসান মানি বলেন, ‘দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলংকা এবং এখন খেলতে আসা জিম্বাবুয়ের কাছে খুব কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তাব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্যে ছিলেন।’

পাকিস্তানের মাটিতে এসব দল ছাড়াও বাকিরা আসবে কিনা প্রশ্নে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ইংল্যান্ডকে নিয়ে আমরা খুব আশাবাদী। তাদের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা আসবেন। আশা করছি তারা দল পাঠাবে। এ ছাড়া ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর আছে।’

এর আগে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্রিকেটের কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান এবং সাবেক প্রধান নির্বাচক ইনজামাম।

করোনাকালের আগে বাংলাদেশ দল তিন ভাগে পাকিস্তান সফরে যায়।

সেই সফরের আগে ইনজামাম বলেছিলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে আসছে, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের। ক্রিকেট নিয়ে পাকিস্তানের জনগণের যে আবেগ, আশা করছি বাংলাদেশ এখানে খেলাটা খুব উপভোগ করবে।’

প্রসঙ্গত, ২০০৯ সালে করাচিতে শ্রীলংকার ক্রিকেট দলের টিম বাসে হামলা করে জঙ্গিরা। হোটেল থেকে ক্রিকেটাররা স্টেডিয়াম যাওয়ার পথে এ হামলা হয়। এমন ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ হওয়া এক প্রকার বন্ধ হয়ে যায় সেখানে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি অর্থ দিয়ে জিম্বাবুয়ে নেয় দেশটি।

পরে বাংলাদেশ কয়েকবার সেখানে খেলতে যায়। সমালোচনা উপেক্ষা করে দেশটিতে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ এবং নারী ক্রিকেট দল পাঠায় বিসিবি। গত জানুয়ারিতে গিয়েছিল পুরুষ জাতীয় দল।

তথ্যসূত্র: দ্য নিউজ পিকে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ