সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

ফেরি বন্ধ, ১০ গ্রামের মানুষের নৌকাই ভরসা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২০৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   রাজবাড়ী-পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। সে কারণে পাবনা, সিরাজগঞ্জ জেলার মানুষ রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দরঘাট দিয়ে নৌকায় নদীপথ পাড়ি দিচ্ছে। এই পথের মানুষের এখন নৌকাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া নদীপথ দিয়ে নৌকায় পাড়ি দিচ্ছে পাবনা জেলার পানপাড়া, কাশেম মোড়, ধারাই, ঢালারচর, আন্নাই চরদুর্গাপুর, ছাইধুপিয়া গল্লাগোর, কুমিরপুর, বড়দুর্গাপুরসহ ১০ গ্রামের মানুষও।

সোমবার রাজবাড়ী জেলা সদরের সোনাকান্দরঘাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

পাবনা থেকে নৌকায় রসুন, পেঁয়াজ নিয়ে আসা কৃষক জমেদ আলী বলেন, কাঁচামাল নিয়ে প্রতি হাটবারে রাজবাড়ীতে আসি, পরে রাজবাড়ীর বাজারে তা বেঁচে সদাইপাতি নিয়ে নৌকায় বাড়ি ফিরি। নৌকায় অনেক পানির মধ্যে বাড়ি ফিরতে ভয় লাগে; কিছু করার নেই বলে জানান তিনি।

রাজবাড়ী সোনাকান্দরঘাট থেকে পাবনার বড়দুর্গাপুর নৌকায় যাওয়া অপেক্ষমাণ যাত্রী জোসন ফকীর বলেন, নৌপথে ঘাট পারাপারে আসা-যাওয়া বাবদ ৬০ টাকা দিতে হয়। নদীর ওপর দিয়ে একটা ব্রিজ দিলে আমাদের খুব উপকার হয়।

রাজবাড়ীর সোনাকান্দরঘাট এলাকার ইজারাদার নুরু মণ্ডল বলেন, জৌকুড়া-পাবনা নৌরুটের ফেরি বন্ধ থাকায় বর্তমানে সোনাকান্দরঘাট এলাকার খেয়াপাড়ে মানুষের চাপ একটু বেড়েছে। তা ছাড়া প্রতি হাটের দিনে এ নৌপথে ১০ গ্রামের মানুষসহ অনেকে আসা-যাওয়া করে থাকে।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান যুগান্তরকে বলেন, করোনাকালীন লোকজন নদীপথ পাড়ি দিতে সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা এবং তারা ঝুঁকি নিয়ে পার হচ্ছে কিনা গ্রামপুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ