শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

তরুণ কবি- ফজলে রাব্বির পাঁচটি কবিতা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১২০ বার

(১) জীবন সংসার
————————————-
ঈদ এসেছে,
আগের মতো আর
যাওয়া হয় না গাঁয়ে,
শহর-বন্দরের কোলাহলে
আজ নির্জীব যেন প্রাণ।
দেখা হয় না আর মা-বাবার
পথটি চেয়ে বসে থাকা,
কিংবা ফেলে আসা
স্মৃতি বিজড়িত গ্রামটাকে।
আজ আর যাওয়া হয় না ব্যস্ততার বেড়াজালে, সংকীর্ণ জীবন যখন
ছোট্ট বাতায়নে।
আসলে আমি এক
গাড়ির ড্রাইবার,
বসকে নিয়ে যেতে হবে
ঈদের নামাযের ময়দানে।
আমারতো আর যাওয়া হলো না,
হলো না যাওয়া ঈদে গাঁয়ে,
শত ব্যস্ততার বেড়াজালে।
আমি নির্জীব চোখে
দাঁড়িয়ে রইলাম ব্যস্ত আর কোলাহলের
ঐ নগরটাতে।
আমি আসবো মা আসবো
কোনো এক ঈদে,
তোমারই কাছে।
হয়তো বা সজীব নয়,
কোনো নির্জীব প্রাণ হয়ে।

(২) অনাহারি জীবন
———————————
বাংলাদেশের কত মানুষ
পায়না খেতে ভাত,
সেদিকে মোদের খেয়াল নেই খুঁজছি টাকার গাছ।
অনাহারি মানুষ গুলোর
হচ্ছে কত কষ্ট,
বাবা-মায়ের টাকা গুলো
করছি বৃথা নষ্ট।
অনাহারি মানুষ গুলোর
দুঃখে হৃদয় ছোঁয়া,
পার্কে বসে প্রেম করছি খাচ্ছি
বাদাম মোয়া।
শহর বন্দর অলি-গলি
সকল রাস্তা ঘাটে,
অনাহারি মানুষ গুলো ক্ষুধা কষ্টের হাটে।

(৩) এলাচি
————————————–
এলাচি,তুমিতো বাহিরে সাদা,
ভিতরে কালো বর্ন।
তবুও তো সুঘ্রাণ ছড়াও
রমনীর রান্নার পাত্রে।
এলাচি তুমি কি দেখেছো?
তোমার মতো বাহিরে সাদা ভিতরে কালো,
তুমি এলাচির সামান্য সুঘ্রাণও
ছড়াতে পারে না
নিচ সেই বকধার্মিকরা।

(৪) ভাষা
————————————-
ভাষা মোদের মুক্তি শিখা
একুশ মোদের সৈনিক,
তাইতো আমার শহীদ ভাই
আজকে ভাষা সৈনিক।
রক্তে তাঁদের লালে লাল
ফেব্রুয়ারির পাতা,
তাইতো তাঁদের অবদানে
আজকে মাতৃগাঁথা।

(৫) মায়াবি স্বাদ
———————————————
হঠাৎই কানে বাজে
মায়ের চুরির আওয়াজ।
বধূ সেজে এসেছিলেন,
রাধছেন, আজও রাধছেন।
তবু যেন সেই রান্নার স্বাদ শেষ
হবার নয়।
বরং ডাল-ভাত কিংবা
লাউয়ের পাতা দিয়ে শুঁটকি সিরা,
আজও সেই স্বাদ পেট ভরিয়ে দেয়।
পরিবর্তন শুধু বয়সে,
কালো কেশে আসা মা
আজ বৃদ্ধ প্রায়।
কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা রান্নার স্বাদের মতো আজও শেষ হবার নয়।
ভালোবাসি মা।
.
লেখক:শিক্ষার্থী ইংরেজি বিভাগ
এম.সি কলেজ,সিলেট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ