মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে করোনাতেও দিনরাত স্বাস্থ্য সেবা দিচ্ছেন নাজমিন বেগম      

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২২৪ বার

নিজস্ব প্রতিবেদক:: 

দক্ষিণ সুনামগঞ্জে করোনার মধ্যেও দিনরাত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন দরগাপাশা ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা নাজমিন বেগম। তার সেবায় সন্তুষ্ট এই এলাকার মানুষ, চাকুরি জীবনের শুরু থেকেই নিরলশ ভাবে দিনরাত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন নাজমিন বেগম। করোনাকালেও থেমে নেই তার ডেলিভারি ও চিকিৎসা কার্যক্রম। তিনি বিগত ১৫ বছর যাবৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে কাজ করছেন সুনামের সাথে। প্রতিদিনই সেবা দিচ্ছেন শতাধিক মানুষকে। তার সেবার প্রশংসায় প্রঞ্চমুখ পুরো ইউনিয়নের মানুষ।

জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এই মা ও শিশু কল্যাণকেন্দ্রেই একমাত্র কেন্দ্র যেখানে কৈশোর কালীন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে প্রতিমাসেই প্রায় ১০-১৫ টি নর্মাল ডেলিভারি ও শতাধিক নারীকে গর্ভকালীন সেবা প্রদান করা হয়। শুধু ডেলিভারিই নয়, এই করোনাকালে ইউনিয়নবাসীর একমাত্র ভরসা এই চিকিৎসা কেন্দ্রটিতে রাতের আধারেও সেবার কমতি রাখছেন না নাজমিন বেগম। যেকোন প্রয়োজনেই তাকে পাশে পায় মানুষ।

কথা হলে দরগাপাশা গ্রামের এক মহিলা বলেন, আমরা রাতদিন সেবা পাই। যেকোন সমস্যা হলে সাথে সাথেই স্বাস্থ্য কেন্দ্রে চলে আসি। উনার সেবায় আমরা সন্তুষ্ট।

দিদার চৌধুরী নামের আরেকজন বলেন, একজন ভালো পরিদর্শিকা পেয়েছি আমরা৷ আমাদের এলাকার মানুষ খুব ভালো সেবা পাচ্ছে। আশাকরি এ সেবার মান সবসময় অব্যাহত থাকবে।

দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমিন বেগম বলেন, নিজের সর্বোচ্চ দিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। আমার স্বাস্থ্য সেবার কোন কমতি নেই। ১৫ বছর ধরেই মানুষের কল্যাণে নিয়োজিত আছি। এই স্বাস্থ্য সেবা সবসময়ই অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার বলেন, নাজমিন বেগম সঠিকভাবে তার দায়িত্ব পালন করছেন। তিনি সবসময়ই স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ