বিনোদন ডেস্কঃ অসুস্থ মায়ের সেবায় সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। মাকে আর সুস্থ করে তুলতে পারলেন না।
বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শ্রাবন্তীর মা মারা গেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মাহমুদা সুলতানা । লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন।সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। বুধবার শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।
অভিনেত্রী শ্রাবন্তী একসময় নাটক-সিনেমার প্রিয়মুখ ছিলেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন তিনি। মাকে সেবা করতে দুই বছর পর ৯ অক্টোবর দেশে ফেরেন শ্রাবন্তী।