সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ধর্মপাশায় হাওরাঞ্চলের কথা’র ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২২১ বার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি::

নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় দৈনিক হাওরাঞ্চলের কথার প্রত্রিকার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টায় হাওরাঞ্চলের কথার প্রত্রিকার উপজেলা প্রতিনিধি এম এম এ রেজা পহেলের উদ্যোগে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে অস্থায়ী কার্যালয়ের প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাওরাঞ্চলের কথার প্রত্রিকার উপজেলা প্রতিনিধি এম এম এ রেজা পহেলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিঠু মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

এ সময়ে অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা, মো. আব্দুর রহিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমে প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রত্রিকার প্রতিনিধি মো. ইসহাক মিয়া, কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন, দৈনিক সুনামগঞ্জের সয়ম প্রত্রিকার প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, , দৈনিক মানবাধিকার প্রত্রিকার প্রতিনিধি কৃপেশ চন্দ্র সরকার রিংকু, ডিএসকের উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মঈনুল হাসান ওয়ার্ল্ড ভিশনে আঞ্চলিক ব্যবস্থাপক সাগর জন কস্তা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ