দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া নারীর ওপর পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরাল বিষয়ে সারাদেশ উত্তাল হয়েছে।
ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ শুরু হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন অনেকেই।
দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে সামিল হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনও।
তিনিও অনেকের মতো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন। তার মত্যে, ধর্ষকের প্রকাশ্যে ভয়াবহ শাস্তি দিলেই এ ঘৃণ্য পাপাচার থেকে রেহাই মিলবে নারীদের।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাওন বলেন, ‘মৃত্যুদন্ড কিংবা ক্রসফায়ার, কোনো শাস্তিই যথেষ্ট নয় অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধর্ষকের এমন কঠিন শাস্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে।’
কী হতে পারে সেই কঠিন শাস্তি সে প্রসঙ্গে এই অভিনেত্রীর দাবি, ‘স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভয়াবহতম শাস্তি কার্যকর হোক, সবগুলো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধর্ষক শিউরে উঠে। আর কোনো নপুংসকের কল্পনাতেও যেন ধর্ষনের চিন্তা না আসে।’