সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

করোনায় দক্ষিণ সুনামগঞ্জে ২৪ টি মন্ডপে হবে আমেজহীন পূজা : চলছে প্রতিমা তৈরির কাজ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২২৭ বার

ছায়াদ হোসেন সবুজ:: 

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে।

মহামারী করোনার কারণে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান হতে চলছে। প্রতিবছরের মতো এবার পূজার সেই পুরোনো সংস্কৃতি অনেকটা লুকিয়ে থাকবে অগোচরে। বাইরে ঘুরতে যাওয়া, পূজার মন্ডপগুলোতে নানা ধরণের আয়োজন থাকছে না। মহালয়া থেকে শুরু করে শারদীয় উৎসবের সবক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ।

করোনা পরিস্থিতির কারণে কীভাবে হবে দুর্গাপূজা সে অনিশ্চয়তা মাথায় নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির শিল্পীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিমা শিল্পীরা দিন রাত কাজ করছেন। মাটির তৈরি প্রাথমিক কাজ শেষ করেছেন। কেউ কেউ মাটিকে সুন্দর,মসৃন ও দৃর্ষ্টিনন্দন করার জন্য তুলির আচঁড় দিচ্ছেন।

এবার দক্ষিণ সুনামগঞ্জে ২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করে এনেছেন মৃৎ শিল্পীরা।

তেঘরিয়া যুব উন্নয়ন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাসের সাথে কথা হলে তিনি জানান, এবার সরকারি নির্দেশনা মেনেই পূজার আয়োজন হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবার আনন্দটা কম হবে।

এ ব্যাপারে দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু বলেন, করোনা ভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনেই আমেজহীন পূজা অনুষ্ঠিত হবে। এ সর্ম্পকিত সরকারি বিভিন্ন নির্দেশনা রয়েছে। প্রত্যেককেই সরকারি নির্দেশনা মেনেই পূজা উদযাপন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ