সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে পড়া শিশুদের বিন্যামূল্যে চিকিৎসা দিলেন ডাঃ সৈকত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

নিজস্ব প্রতিবেদক:: 

হতদরিদ্র অসহায়, দিনমজুর ও পিছিয়ে পড়া হাওরাঞ্চলের শিশুদের স্বজন তিনি। এই করোনা মহামারীতেও সবাই যখন মুখ থুবড়ে নিয়েছেন তখন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তার এমন আন্তরিক চিকিৎসা সেবা আর কার্যক্রমে ইতিমধ্যেই তিনি মানবিক ডাক্তার হিসেবেই পরিচিতি লাভ করেছেন সবার কাছে। বলছিলাম সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষিণ সুনামগঞ্জের কৃতি সন্তান ডাঃ সৈকত দাসের কথা। প্রতিবারের মত এবারো থেমে নেই তার ব্যতিক্রমী কার্যক্রম। তাইতো এই করোনা মহামারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে অনুষ্ঠিত হল ডাক্তার সৈকতের ফ্রি চাইল্ড হেলথ ক্যাম্প।

আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার শতাধিক পিছিতে পড়া শিশুদের দেয়া বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ডাঃ সৈকত।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শিশুদের অভিভাবক তাদের মনের গভীর থেকে ডাঃ সৈকতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন ডাঃ সৈকত যা করছেন তা বিরল দৃষ্টান্ত। যা এর আগে কখনোই দেখেন নি তারা। চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বসিত পিছিয়ে পড়া শিশুরা।

এ ব্যাপারে কথা হলে ডাঃ সৈকত দাস বলেন, ক্যাম্পটি করে ভালো লাগছে। স্বাস্থ্য সেবায় পিছিয়ে থাকা এই উপজেলার শিশুদের জন্য আমার হেলথ ক্যাম্প সবসময় অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ