শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

জাতীয় দলের ক্রিকেটার সিলেটী রাহী করোনাক্রান্ত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২০০ বার

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ও সিলেটের কৃতী সন্তান আবু জায়েদ রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি করা করোনা টেস্টের জন্য নমুনা জমা দিয়েছিলেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দলের পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহীর করোনা পজিটিভ। তাকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আবু জায়েদ চৌধুরী রাহীর সঙ্গে নমুনা দেয়া বাকি সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ।

বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর  নমুনা নেওয়া হয়। একদিন পরই (আজ) তাদের রিপোর্ট এসেছে। তাতে শুধু রাহীর শরীর করোনাভাইরাস ধরা পড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ