স্টাফ রিপোর্টার :: “দাসত্বের শিক্ষা নয়, গুনগত ও মানসম্মত শিক্ষা চাই” এই স্লোগানকে ধারন করে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুরাতন শিল্পকলার হলরুমে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের সাধারন সম্পাদক বাপ্পু সরকারের সঞ্চালনায় এবং সভাপতি দুর্জয় ধন দাশের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ খেলাঘর আসরের সভাপতি ও সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজয় সেন রায়, বিশিষ্ট শিক্ষাবিদ, ধোর্জটি কুমার বসু, সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, সুনামগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক প্রভাষক এনামুল কবির, বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি রইছুজ্জামান,সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক পুলক দাশ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক বিমান তালুকার,শিক্ষা ও গবেষনা সম্পাদক মনির হুসেন দূর্জয় ও সংগঠনের সকল নেতৃবৃন্দ,বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।