বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

চলে গেলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২০২ বার

স্পোর্টস ডেস্কঃ  ভারতীয় সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল আর নেই। মঙ্গলবার কোলাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মিডিয়াম পেসার সাদাশিব ১৯৫৫ সালের ডিসেম্বরে মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে একমাত্র টেস্টটি খেলেছেন। সে ম্যাচে তার সঙ্গে অভিষেক হয়েছিল নাইর কনট্রাক্টর ও বিজয় মেহরার।

খেলায় ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছিলেন। ভারতের ২৭ রানে জয়ের ম্যাচটিতে দুই ইনিংসেই তিনি জন রেইডকে ফেরান।

তবে এরপর আর কোনো টেস্টেই পাতিল সুযোগ পাননি।

আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনোদিন সুযোগ না পেলেও মহারাষ্ট্রের হয়ে ১৯৫২ থেকে ১৯৬৪ পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লোয়ারঅর্ডারে ব্যাট করা এই ক্রিকেটারের গড় ছিল ২৭ ও মোট ৮৩টি উইকেট পেয়েছেন। যেখানে পাঁচ উইকেট ছিল তিনবার। তিনি রঞ্জি ট্রফিতে তার রাজ্যের অধিনায়কও ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ