সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬০ বার
বিনোদন ডেস্কঃ  
নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নৃত্য শিক্ষক ইভান শাহরিয়ার সোহাগ।

গত বৃহস্পতিবার রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নারী পাচারের অভিযোগে সোহাগ গ্রেফতার করেছে সিআইডির (ঢাকা মেট্রো উত্তর বিভাগ) কর্মকর্তারা। শনিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়েছে। ’

বিদেশে অনুষ্ঠানের নামে বাংলাদেশ থেকে লোক নিয়ে এই পাচার করা হতো বলে জানান তিনি।

নারী পাচারকারী চক্রটির বিষয়ে সিআইডির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমাদের দুবাই পুলিশ তথ্য দেয়। এর পরই অভিযান চালিয়ে আগস্টেপ আজম খান নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার চার সঙ্গীকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভিত্তিতেই বৃহস্পতিবার সোহাগকে গ্রেফতার করা হয়।

মূলত বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে যারা নাচ করেন, তারাই এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট ছিল বলে জানান ওই কর্মকর্তা।

ইভান শাহরিয়ার সোহাগ ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপ্রোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ