সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

আমাদের ওপর মাঝে মাঝে ঝড় আসে, ভয়ের কিছু নেই: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, নকরোনাসহ সব সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে গণ মানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে মোহাম্মদ নাসিমসহ সব নেতাকে শ্রদ্ধা জানানো হবে। এটা করতে পারলে দেশ হবে সত্যিকারের অসাম্প্রদায়িক।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, মোস্তাকের ক্যাবিনেটে জাতীয় নেতাদের যোগ দিতে বলেন। অনেকে যোগ দেন, তবে জাতীয় চার নেতা যোগ দেননি। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই চার নেতার অন্যতম একজন ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার পুত্র মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই। তার অনেক ত্যাগ, শ্রম রয়েছে গণমানুষের এ দলটির জন্য। আমাদের ওপর মাঝে মাঝে ঝড় আসে, তুফানের মতো বাতাসও আসে। তবে ভয়ের কিছু নেই। মনে রাখতে হবে, আমাদের মূল সংগঠন (আওয়ামী লীগ) ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে।

আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির পরিচালনায় আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এমএ করিম, আসাদুজ্জামান দুর্জয়, সাংবাদিক মানিক লাল ঘোষ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ